ওনার লেখা এখন বিখ্যাত। ডিটেকটিভ স্টোরি লেখায় পারদর্শী, লেখায় যেমন রোমাঞ্চ, তেমনই সমাজে হওয়া ক্রাইম এবং ভায়োলেন্সের টানটান প্রতিচ্ছবি। আবার তেমনই জীবনযুদ্ধের উজ্জ্বল বর্ণনা। এককথায় অনবদ্য।
মিডিয়া-শাই এই hidden writer কে কেউ কখনও দেখেননি। সবাই পড়েছে। ছদ্মনামে লেখেন।
লেখা পড়ে সবাই তাকে খুব সুপুরুষ বলেই কল্পনা করেছেন, tall dark and handsome, কেউ তাকে খুব হাসুকে-মিশুকে নারী হিসেবেও কল্পনা করেছেন।
নানা পাঠক পাঠিকা-র নানা মত।
আজ তার সম্বর্ধনা। সর্বশ্রেষ্ঠ সম্মান পেতে চলেছেন তিনি। সে প্রথম সামনে আসছে। এক কৌতুহলী রুদ্ধশ্বাস জনতার সামনে wheelchair এ আসলেন differently-abled এক লেখক, না পুরুষ না নারী।
সবাই হতভম্ব। কেউ কাঁদছে, কেউ হাঁ করে তাকিয়ে আছে। হতবাক উপস্থিত সবাই।
নিশ্চুপ অডিয়েন্সকে দেখে মনে হল কারুর মৃত্যুশোকে নিরবতা পালন করছে।
দুমিনিট চুপ থাকার পর নামল সব ছদ্মবেশ ধুইয়ে দেওয়া আকাশভাঙা
বৃষ্টির মত করতালি।
নোট: চেষ্টা করেও ইংরেজিতে লিখতে পারলাম না। বাঙলায় সুন্দরভাবে ও, ওনার, সে বললেই হয়। ইংরেজিতে he/she বলে gender reveal করতেই হয়।

No comments:
Post a Comment