Wednesday, 8 June 2022

পুলকবাবু'র অন্তর্ধান (হরর স্টোরি )





দিনে দুপুর-এ পুলকবাবু খুন হলেন, তাঁর সমস্ত টাকা উধাও হয়ে গেল কেউ বুঝতেও পারল না? এর থেকেও মজার ব্যাপার হল এই যে খুন এবং ডাকাতি হলো, এই দুটো জনসাধারণ কিভাবে বুঝল!

ভয়াবহ ! গায়ে যেন শিহরণ জাগে।

নেহাত আমি সব কিছু দেখতে পাই তাই আপনারা ঘটনাটার সঠিক বিবরণ-ই পাবেন, আপনাদের বোকা হতে হবেনা, কথা দিলাম। কিন্তু ভবিষ্যতে চোখ কান আরও খোলা রাখবেন, যা দেখছেন, যা শুনছেন তা যে ঠিক নাও হতে পারে, এই সম্পর্কে সচেতন হবেন আশা রাখব।

পুলকবাবু'র বয়েস ৫৪, একটু থলথলে হলেও কর্মঠ, সদাহাস্য; মোটের ওপর প্রাঞ্জল এক মানুষ।

দুর্ভাগ্য এই যে, গত চার বছর যাবৎ উনি একা থাকেন দক্ষিণ কলকাতার এক ছোট্ট ফ্লাট-এ।  হ্যাঁ, উনি ডিভোর্সি।  বহু বছর অশান্তি ঝগড়া-র পরে, তার একমাত্র মেয়ে, কল্যাণী-র মত নিয়ে ২০১৮-তে মিউচুয়াল ডিভোর্স নেয়। কল্যাণী-র বয়েস তখন ২৩।  ওদের সম্পর্ক-এর ভাঙ্গন ধরা শুরু হয়েছিল ২০০৮-এ। ধীরে ধীরে পুলকবাবু-র মত একজন সাকসেসফুল প্রফেশনাল খেই হারিয়ে ফেলছিলেন। ২০১৪-এর ডিসেম্বর-এ উনি পাকাপাকি ভাবে বসা। যা চলে সেভিংস থেকে, আর প্রাক্তন-এর আনুকূল্যে, যেমন ইলেকট্রিক বিল, বাড়ির ট্যাক্স ইত্যাদি প্রভৃতি। এই নিয়ে পুলকবাবুর বন্ধুদের ঘোরতর আপত্তি ছিল। 

'তুই কেন ওর থেকে টাকা নিস ? তোর লজ্জা করে না?'

'আমি বহুবার বলেছি, ও শোনেনা, বলে এইটুকু আমি যেন ওকে করতে দিই।'

'মানে? Absolute nonsense!'

আরেক বন্ধু, উনি উকিল, বললেন, 

'এটার একটা অন্য দিকও আছে জানিস কি, ও এই বাড়ির কন্ট্রোল ছাড়বে না, তোকে ও এই বাড়ি থেকেও তাড়িয়ে ছাড়বে লিখে নে।'

কিন্তু এতো কিছুর পরেও কিছুই হয়নি। প্রতি মাস-এর বিল নিয়মিত কল্যাণী-র মা-ই দেন,  বাড়ির ট্যাক্স-ও উনিই দেন। 

পুলকবাবুর বেজায় সুগার। নিয়মিত একজন এসে দুমাস, তিনমাস অন্তর, ভোরবেলা একবার, দুপুরে একবার, ব্লাড টেস্ট করতে আসেন, পরের দিন বেলার দিকে এসে রিপোর্ট দিয়ে যান। বাইরের লোক বলতে কেউ-ই ঠিক আসেন না, মাঝে মধ্যে বাবা-র জন্য খাবার পাঠায় কল্যাণী, তখন কলিং বেল-টা চমকে চেঁচিয়ে ওঠে, yes, I am working !!! এ ছাড়া চিমনি বা অন্যান্য গ্যাজেট সারানোর-লোক, যারা আরবান ক্ল্যাপ থেকে আসেন তারা প্রত্যেকেই পুলকবাবু-কে একই প্রশ্ন করেন, 'কাকু/দাদু আপনি একা থাকেন? ভয় করেনা'? এদের সকলের জন্য উত্তর-ও তৈরী হয়েই গিয়েছিল, 'না, করেনা' ওই খানিকটা 'দাদা, ভালো তো'?র  'লড়ে যাচ্ছি!' উত্তরের মত। 
একা থাকতে থাকতে উনি নিজেও একাচোরা হয়ে গিয়েছিলেন, গাছপালা, কুকুর বেড়াল, পাখি-টাখি নিয়েই থাকতে ভালবাসতেন, আর লেখাপড়ার অভ্যেস ছিল, তাই সময় কেটেই যেত। ছোট্ট ফ্ল্যাট, কিন্তু খুব সুন্দর সাজান, ভারিভারি পর্দা, খসখস দিয়ে অন্ধকার আর ঠান্ডা করে রাখতেন উনি।

'মিস্টার ভাদুড়ী, আপনার রিপোর্ট-টা। 

আচ্ছা, গেটের নীচটা দিয়ে গলিয়ে দাও। 

ওকে!'

ক্রমে পুলকবাবু জানতে পারে যে যিনি ওনার টেস্ট নিতে আসেন, সে নিজে ইংলিশ-এ এম.এ।

'এবারে ডান হাত থেকে নাও। 

হ্যাঁ, তাই তো নেবো, আপনি তো বেশ, আমার থেকে শিখে আমাকেই ঝাড়ছেন?

হা! হা! হা!

কাকু, কি পড়ছেন? আদিগা?

তুমি জান ? হ্যাঁ, আমি খুব পড়িও,  ব্রেন-টা একেবারে চনমন করে ওঠে।

হ্যাঁ, আর সবথেকে ইন্টারেষ্টিং হলো খুব ফাস্ট রিড, একবার শুরু করলে শেষ না করে ছাড়তে পারবেন না। Balram, in The White Tiger, kind of emerges as a negative hero from his own situation, and in the end goes free hiding in the open sharing the name of his master he murders.

Yes, yes, correct. আচ্ছা, তুমি এসব টেকনিকাল টার্ম,  ব্যবহার করছ? ফাস্ট রিড, নেগেটিভ হিরো, হাইডিং ইন দ্য ওপেন ইত্যাদি,  তোমার পড়াশোনা কদ্দুর?

আমি সুন্দরবন-এর এক প্রত্যন্ত গ্রাম-এর ছেলে, এখানে কলকাতায় হোস্টেল-এ থেকে এম.এ পাস করি ইংরিজি নিয়ে।

বল কি গো! Looks can be so deceptive, I am so wonderfully surprised! তারপর?

আমার গ্র্যাজুয়েশন সাইন্স-এ ছিল, প্যাথ, ব্লাড, এগুলো আমার খুব ভালো লাগতো, মানুষ-এর পাসে থাকা যায়, তাদের উপকারে আসা যায়, তাই ঘুরতে ঘুরতে এই ল্যাব-এ কাজ করি।  কাজ ঠিক করি না কাকু, আমি জয়েন্ট পার্টনার, মানে বিজনেস বলতে পারেন।

বল কি গো, তুমি তো দেখছি বেশ ছুপ্পা রুস্তম! এত বছর চুপচাপ এসে শুধু ব্লাড নিয়ে যাও আর রিপোর্ট দিয়ে যাও!

I will be honest with you, all this while I was thinking of you as a blood collector, and now you suddenly appear as an owner of a pathological lab who also has an M.A. in English?  And who enjoys reading Adiga! Isn't it surprising?

আমার তোমাদের গ্রাম-এ যাবার ইচ্ছে রইল। 

যখন বলবেন কাকু, আপনি তো একাই থাকেন, কারুর থেকে পারমিশন-ও নিতে হবেনা! ওখানে গিয়ে দু-তিন দিন থেকে মধু নিয়ে ফিরবো, ঠিক আছে?

হা হা হা ! নিশ্চই, দারুন মজা হবে। 

রিপোর্ট-টা আগামীকাল পাবেন কাকু, চলি। 

আরে দূর! এক কাপ চা খাবে আমার সাথে তারপর যাবে।'

ওরা দুজনে চা খেলো, আড্ডা মারলো অনেক্ষণ।

পরেরদিন

 

'কাকু! রিপোর্ট-টা !

হ্যাঁ রে বাবলা, আমাকে তুই Mr. Bhaduri বলতিস না রে?

ওকে, মিস্টার ভাদুড়ী, আপনার রিপোর্ট-টা !

হা হা হা, দাঁড়া আসছি।'

পুলকবাবু আসতে না আসতেই বাবলা হাত গলিয়ে গেট খুলে সোজা বেডরুম-এ। 

 

'রাখ রাখ, ওই। ...'

'জানি,' বলে ড্রয়র-এর সেকেন্ড সেল্ফ-এ ও রিপোর্ট-টা রাখে, তারপর বলে,

'আপনার জন্য আজ আমি চা বানাবো কাকু।'

ও চা বানাতে গেলে হাউ হাউ করে কেঁদে ফেলে বয়ষ্ক পুলক ভাদুড়ী।

'কি হলো তুমি কাঁদছ কেন? আওয়াজ পাচ্ছিলাম? জীবন সুন্দর, কিন্তু নিষ্ঠুর, ওই সব নেকা কান্না কেঁদে কোন লাভ হয়না, জান। 

এখন ওঠ তো,  চা খাবে তারপর আমি তোমাকে একটু হাওয়া খাইয়ে নিয়ে আসবো।'

পুলক একলাফে উঠে চা খেয়ে, দারুন একটা deo মেখে তৈরী! তারপর ওরা দুজন-এ বিকেলবেলা, হুগলিব্রিজ ঘুরে চা, ফুচকা, ডিনার খেয়ে রাত দুটো-র সময় ফিরলো।

'ওকে কাকু, বাই

বাই

ওহ সরি, চল তোমায় ঘুমের ইনজেকশন-টা দিয়েই যাব।'

In WhatsApp

Baba, where were you?
I went out, with a friend.

Okay, I love you, stay well and keep fit.

Bye

Bye

'তোমার মেয়ের সাথে কথা বলছিলাম।

কে? আমার মেয়ে? তুই কেন বলছিলি?

আরে চিল কাকু, তোমার মেয়ে জানতেও পারলো না আমি ওর সাথে কথা বললাম, আর আমার সেটা জানাও হয়ে গেলো!

কি রে?

ও কিছু না বুড়ো, চুপ!'

ইনজেকশন দিয়েবাইরে থেকে তালা দিয়ে চাবি-টা ছুঁড়ে বাবলা চলে গেলো।

... 

গত দু-দিন ধরে বাবলা পুলক বাবু-র বাড়ি আছে, এটিএম কার্ডগুলো মুখের সামনে রাখা, কি হতে পারে নাম্বার, ০৯০৬৬৯, এই তো ওর ডিওবি, কল্যাণী-র হল ০১০২০৩, তাহলে কেন ও পারছে না বার করতে! কেন? এমন সময় হঠাৎ পুলকবাবু-র দাদা এসে হাজির।

'ভাই একটু দরজা-টা খোল আমি এসেছি, আমি জানি তুই আমার ওপর রাগ করে আছিস, একবার ইন্টারনেট খুলে আমাকে এইটা একটু পাঠিয়ে দিস আমার ডিস্ট্রিবিউশন লিস্ট গুলি-তে, তুই ছাড়া আমার আর কেউ নেই রে ভাই'। 

যা সিস্টেম, নীচ দিয়ে নোট লিখে গলিয়ে দেয়া,  যেটা ওর দাদা আর কিছু ঘনিষ্ট বন্ধু-রা জানত যে ও যখন গভীর মেডিটেশন-এ থাকে তখন মরে গেলেও দরজা খোলে না।

বাবলা লিস্ট-টা নিলো, ওর ডায়েরি-তে গুঁজে নিলো। পনের মিনিট-এ দাদা-র কাজ- টা পুলকবাবুর ল্যাপটপ থেকে করে, done লিখে ও মেইল করে দিল।  তার উত্তর-ও এসে গেলো, thank you, ভাই, sooooo fast !!! LOVE YOU, ভাই আবার উত্তর-ও দিয়ে দিল, love you too

কাকু, ও কাকু, তোমার বয়েস কম করা ছিল নাকি?

শীর্ণকায় কাকু কোন উত্তর দিলনা।

বাবলা মরিয়া হয়ে গ্রুপ চ্যাট ঘাটতে লাগলো, হোয়াটস্যাপ, আইজি, ইমেইল এ 'age', 'বয়েস' দিয়ে সার্চ করতে থাকলো সমানে। ও কি একটা সিগারেট খাবে? না না না একজন নন-স্মোকার-এর ঘর থেকে কখনোই না, there is no smoke without a fire, not an iota of doubt should fill the air of this flat from where a murder is taking place, from where a fraud is taking shape, no, he can smoke outside, he thought. তাইজন্য ভিতর-এ যা কিছু হোক, বাইরে-টা একেবারে স্বাভাবিক, সকাল বেলা জালনা খোলা, ঝাড়ু-মোছা, দুপুর-এ জালনা বন্ধ, আবার সন্ধ্যে সাত-টার পর জালনা খোলা, একই রকম। খুঁজতে, খুঁজতে, খুঁজতে  হন্যে হয়ে গেল, কিছু পেলনা।  তখন বাজে আট-টা, বিবিসি-তে HARDTALK চালিয়ে দিয়ে ও ভাবতে লাগল। এই সময় এই বাড়ি থেকে এই প্রোগ্রাম চলা মানে সবকিছু ঠিকঠাক।

ও ভাবছে, মেয়ে, বাবা ddmm ddyy mmyy, সবরকম চেষ্টাই তো করা হল, কোন ভাবেই তো মিলল না, transaction cancelled, invalid pin অনেকবার হয়েছে, এবার আর না? মেয়ের আর বাবা-র বয়েস কমিয়ে দেখবে? মেয়ের বয়েস কমান না বাবা-র বয়েস কমানো? কোনটা হবার সম্ভাবনা বেশি? ddyy (this is for sure ) আরবিট নাম্বার হবে? চান্স কম, যে ডিভোর্স-এর এত বছর পরেও নির্লজ্জের মত এক্স-এর ছবি দিয়ে দেয়াল ভরিয়ে রাখে, তার পক্ষে আরবিট নাম্বার দেওয়ার সম্ভাবনা খুব কম। 

একটা নতুন ওয়ার্ড দিয়ে সার্চ করল এবার, birthday! সঙ্গে সঙ্গে একটা চ্যাট ফ্ল্যাশ করলো।একটা conversation, যা ওর সব সমস্যা-র সমাধান করে দিল।

A conversation with a friend

How are you feeling, Pulok da? This forced retirement?

Feeling very light, as though a burden had been lifted off my shoulders. Among a lot of other lies that I had to hide; I felt an identity crisis.

Like? Tell me if you want to share.

Every year when my colleagues wished me on my birthday, the month wasn’t correct, the year wasn’t correct, you felt as though they were wishing someone else. Baba would have done it for my good, he didn’t live enough to see his son retire much before.

আর পড়ার প্রয়োজন বা ধৈর্য কোনটাই ওর নেই, এবারে বেরোতে হবে, জালনা বন্ধ করতে হবে, হার্ডটক শেষ, তাই আজকের মত আর টিভি নয়, আজ দাদাগিরি-ও নেই, তাই সব বন্ধ, একটু ইভনিং ওয়াক-এ যেতে হবে। 

আমি একটু আসছি। কাকু তোমার এই হুডি আর এই জিন্স-টা পড়লামআসছি দু এক ঘন্টা-র মধ্যে। বেঁচে থেকো !

"বাব্বা! পুলক বাবু, এতো জোরে, কি ইভনিং ওয়াক?" 

জোরে মাথা নেড়ে পুলকবাবু-র হুডি পরে বাবলা উধাও। 

আজকালকার ব্যস্ত জীবন-এ কারোরই কারুর জন্য ঠিক সময় নেই। এই  যে দুজনে সেদিন রাত দুটো অব্দি ঘুরে এলেন, বাবলা যে দুদিন হলো প্রায় অসাড় পুলকবাবু-র বাড়িতে বাসা বেঁধেছে, ওর যাবতীয় আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, এমন কি কন্যা-র সঙ্গে সমান তালে কথা বলে চলেছেন, নিয়মিত স্টেটাস আপডেট দিচ্ছেন, কখনও লাস্ট সীন দু ঘন্টা-র বেশি হচ্ছে না, এগুলো কারুর কোন নজরেই আসলো না।  অনেক গ্রুপ-এ, বাবলা ভিডিও চ্যাট করতে গেলে ক্যানসেল করে দেয়া হয় আর প্রম্পটলি উত্তর আসে, নো পি, নট রেডি ফর এ ভিডিও চ্যাট, মে বি সামটাইম লেটার, লেট্'স চ্যাট, অতিশয় চালাক বাবলা চ্যাট হিস্ট্রি দেখে সবার সাথে সবার মতন করে আড্ডা চালিয়ে গেছে। 

কারুর কোনো সন্দেহই হয়নি। 

০৯৬৮

 

চিচিং ফাঁক

 

দিন এক

গড়িয়াহাট, ধর্মতলা, হাওড়া।

ব্যাক হোম সেফ

'কাকু তোমায় অনেকক্ষণ একা থাকতে হয়েছে জানি।

আজ আমি তোমায় খাইয়ে দেব।'

দিন শেষ

সর্বস্বান্ত

 

'কাকু!'

'উঁ'

'শুনতে পাচ্ছ?'

কোন উত্তর নেই দেখে, পায়ের তলা দিয়ে শেষ ইনজেকশন-টা দিয়ে দিল বাবলা।

এতদিন এতো জায়গা ঘোরাফেরা করে একটা বিশাল পলিথিন-এর প্যাকেট কিনে এনেছিল বাবলা!


ভুসাই জানতেও পারল না যে ওর অসাড় বাবা তখন একটা পলিথিনের 
প্যাকেটের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছে। 
এই ম্যাসেজ গুলি সব বাবলা লিখেছে ওর বাবাকে শেষ ডোজ-টা
 দিতে দিতে। 

হোয়াটস্যাপ-এ মেয়ের সাথে কথাটা বলতে বলতে বাবলা ওনাকে প্যাকেট-এ ভরছিল, জিপ টেনে ও একটু শান্ত হয়ে বসলো। বাবলা ভাবছে দুদিন পর গন্ধ বেরোবে, ওর একটা আইডিয়া মাথায় এলো। রাতে বেড়িয়ে ওর স্ত্রী কান্তা-কে নিয়ে আসে। 

ভোরবেলা মৃত covid-এর গাড়ি গুলোর সাথে কথা বলে জানে যে লাশ-টা যদি covid পেশেন্ট হয় তাহলেই ওরা  চুপচাপ এসে নিয়ে যাবে, with full confidentiality!

 

পেশেন্ট-এর নাম?

বাবলা প্রামানিক

বয়স ?

২৯

স্ত্রী?

কান্তা প্রামানিক

ওনাকে সই করতে বলুন,

সই করল কান্তা

আপনি কে?

পুলক ভাদুড়ী

ইত্যাদি প্রভৃতি

আইডি?

এই যে, আধার

ছবি মিলিয়ে, মুখ মিলিয়ে, ওকে

আপনার সাথে ওনার রিলেশন ?

কোন সম্পর্কই নেই, রাস্তা থেকে একটা লাশ পাই, covid পেশেন্ট, পরে আছে, ওর পকেট থেকে ফোন পেয়ে স্ত্রী-কে ডেকে পাঠাই।  ওনাকে ভাল করে প্যাকেট করে ওই স্পট-এই রেখে দেই।

সঙ্গে সঙ্গে ভদ্রলোক উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানায়, বলে যে উনি একজন সত্যিকারের caregiver!

দুপুর দুটো-এ গাড়ি আসার আগে কান্তা-কে বাড়ি পৌঁছে দিয়ে আসে বাবলা। আর বডি-টা স্পট-এ আনে একটা ভাড়া করা সাইকেল ভ্যানে in a shady ambush, এমন টাইমিং ছিল, যে বডি ফেলা-র পাঁচ মিনিটের মধ্যেই গাড়ি এসে চুপিসারে বডি-টা নিয়ে যায়। বাবলা ভ্যান-টা ফেরত দিয়ে আসে সময়মত।

বিশ্বাস করুন, কেউ নোটিশ পর্যন্ত করেনি একটি প্রাণ এইরকম নৃশংস ভাবে খুন হল, অথচ মোবাইলমুখী সমাজ টেরও পেলনা? একটা বডি নিখোঁজএ অসম্ভব, এই বলবে তারা।


কল্যাণী কাঁদছে

I promise you, Baba if you come back within seven years, I will marry. I will leave no stone unturned to find you back. First, I will go to all the centres of the BKs because I know you were regularly practising their methods of meditation; you were seriously considering joining them, then I will go to all the gurus you mentioned in the chats; how you asked me to come, now here I am, but you are gone missing. [silence] BUT I have a doubt. তুমি কখনো মিথ্যে কথা বলনা, আমি জানি। তুমি যদি জানোই তুমি সমস্ত টাকা পয়সা নিয়ে নিখোঁজ হয়ে যাবে, তুমি কখনোই আমাকে বলতে না, Very soon darling, and especially when I said I needed your hug, that’s NOT you. I know it's someone else, but I don't have any proof. 

আর তোমার এই টাকা তোমার না তুমি বহুবার বলেছ, ওই টাকা আমার, তোমার বুকের রক্ত জল করা টাকা যা তুমি মরে গেলেও খরচ করবে না বলেছ, একবার hospitalized হবার সময়ও তুমি দ্বিধা করছিলে, আমি অসম্ভব অশান্তি করার পর তুমি বাধ্য হয়ে খরচ করেছ, তারপর ট্রেডিং থেকে সব খরচ হওয়া টাকা উদ্ধার করে আমাকে বলেছিলে, আমার ভুসাই-এর সব টাকা ফেরত! কিভাবে করলে জিগ্যেস করলে তুমি বলেছিলে 'MAGIC' সেই তুমি কিনা সমস্ত টাকা, তোমার ভুসাই-এর টাকা, নিয়ে চলে গেলে, না। খটকা। তোমার ভুসাই মানতে পারছে না, যে যাই বলুক। আমার ধারণা যদি সত্যি হয়,  তাহলে এটাও সত্যি that you are not missing, you are dead. আমি সত্যি-টা খুঁজে বার করবোই।

কলকাতার বাড়িতে। দূরে দাঁড়িয়ে লোকজন, নানা লোকে নানা কথা বলছে।

'ভাই! তুই কি আমার ওপর রাগ করে চলে গেলি? ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়! জেঠু আর ভাই-ঝি দুজনে দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে! Jethu, we are crying as if he is dead, he is not, he will come back, don’t you worry.'

'না, না পুলক বাবু ধ্যান আর  পূজা নিয়েই থাকতেন এবং আমাদের একাধিকবার বলেওছেন যে পাকাপাকি ভাবে উনি হরিদ্বার বা বৃন্দাবন যাবেন।এ তো জানাই কথা!'

'তুই? তুই এখানে কি করছিস?'

'এই তো! কাকু-র টেস্ট নেয়ার ডেট আসছে, তো এসেছিলাম জানতে। ফোন করে তো পাচ্ছিলাম না, তাই, তা এসে যা শুনলাম বাপি-দা, কিছু আর বলার নেই!'

'শোন, তুই কাল আসিস, আমার আর বৌদি- দুজনেরই ব্লাড নিয়ে নিস। আর বেশিক্ষণ এখানে থাকিস না, পুলিশ আসল রহস্য উদ্ধার করতে পারেনা,  তোদের মত গুলোকেই গাড়ি-তে তোলে। পালা!


তিন মাস পর। 

তাঁকে নিখোঁজ হিসেবে ডিক্লেয়ার করে পুলিশ, যে যে এটিএম থেকে টাকা তোলা হয়েছে সেখানকার সব ভিডিও ফুটেজে পুলকবাবুর ছবিই সুস্পষ্ট, মুখ মাস্কে ডাকা থাকলেও তার ড্রেস দেখেই সেটা জানা যায়।সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এই কেস ক্লোজ করে ইনসাফিসিয়েন্ট ডাটা হিসেবেওনার সমস্ত সম্পত্তি এক সপ্তাহের মধ্যে তুলে নিয়ে উনি স্বেচ্ছায় নিখোঁজ হন। 

সাইকোলজিস্ট-রা বললেনthis is a typical behaviour of moneyed people living alone, they suddenly disappear from the world to say they exist, and in this case, the person concerned is a spiritual practitioner, therefore, this is normal.   

পুলকবাবুর ছবি সমস্ত টিভি চ্যানেলে, সোশ্যাল মিডিয়ায় নিরুদ্দেশের তালিকায় জায়গা করে নিল। 

শুধু কল্যাণি জানল তার বাবা আর নেই। তবে বাড়িতে কোন ভূত লুকিয়ে ছিল সেটা বাড়িতে থেকেই ওকে জানতে হবে। কল্যাণি আপ্রাণ চেষ্টা করবে ওর বাবার অন্তর্ধানের রহস্য খুঁজে বের করবার। 

No comments:

Post a Comment